স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বেকার যুবক ও যুব নারীদের কর্মসংস্থানের লক্ষে দক্ষতামূলক প্রশিক্ষণ ও আত্মকর্মী হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে সরকারি উদ্যোগে তিনমাস ব্যাপী প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদফতর আবাসিক দীর্ঘমেয়াদী এই প্রশিক্ষণের আয়োজন করেছে।
১৮ থেকে ৩৫ বছর বয়সী ন্যুনতম অষ্টম শ্রেণি পাস যুবক ও যুব নারীরা এই প্রশিক্ষণ নিতে পারবেন। আগ্রহীদেরকে আগামী ১ অক্টোবরের মধ্যে পৌর এলাকার নুরনগরে (চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামের বিপরীতে) অবস্থিত যুব উন্নয়ন অধিদফতরের জেলা কার্যালয়ে যোগাযোগ করে আবেদনপত্র গ্রহণ ও জমা দেয়া যাবে। এই প্রশিক্ষণে সর্বমোট ১শ জন যুবক ও যুব নারীরা অংশগ্রহণ করতে পারবেন। এর মধ্যে চুয়াডাঙ্গা সদরের ৪০ এবং আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলার ২০ জন করে সুযোগ পাবেন।
বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে চুয়াডাঙ্গাসহ মাত্র চারটি জেলায় এই প্রশিক্ষণের আয়োজন করেছে। যার মধ্যে রয়েছে, গবাদী পশু, হাস মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি। ২ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলেই যুব উন্নœয়ন অধিদফতরের আবাসিক হলে তিনমাস থাকতে পারবেন। এছাড়া, সরকারি খরচে খাওয়ারও ব্যবস্থা থাকবে। আগ্রহীদেরকে কোর্স ফি হিসেবে ভর্তি ও জামানত বাবদ ১শ টাকা করে মোট ২শ টাকা জমা দিতে হবে।
যুব উন্নয়ন অধিদফতর চুয়াডাঙ্গার উপপরিচালক জাহিদুল ইসলাম জানান, এই প্রশিক্ষণ একটি বিশেষ উদ্যোগ। জেলায় এবারই প্রথম আয়োজন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ শেষে আত্মকর্মী হিসেবে গড়ে উঠতে সহজ শর্তে ঋণসুবিধা পাবেন। এজন্য তিনি জেলার বেকার যুবক ও যুব নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।