আলমডাঙ্গা সাজাপ্রাপ্ত আসামি ফয়জুল গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ গড়চাপড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ফয়জুল ইসলামকে গ্রেফতার করেছে। গতকাল রোববার বিকেলে ফয়জুলকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ গড়চাপড়া গ্রামের উম্মাদ আলীর ছেলে ফয়জুল হক (৫০) দীর্ঘদিন আগে মাদকব্যবসা করতেন। সে সময় পুলিশ তাকে মাদকসহ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। পরে ফয়জুল জামিনে মুক্ত হয়ে বাড়ি আসে। সেই মামলায় আদালত ফয়জুলকে ৬ মাসের সাজা ও ১ হাজার টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত আসামি হয়ে দীর্ঘদিন পালিয়ে বেড়ানোর পর আলমডাঙ্গা থানার এসআই সাখাওয়াত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তাকে আলমডাঙ্গা থানায় নিয়ে আসে। গতকালই তাকে জেলহাজতে প্রেরণ করেন।

Leave a comment