আন্তর্জাতিক হিউমান রাইটস লালন কন্যা উপাধিতে সনদপত্র ও স্বর্নপদক পাওয়ায় শিল্পী তারিফা পারভীনের সংবাদ সম্মেলন

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জের লালনগীতি শিল্পী তারিফা পারভীন গত বুধবার আর্ন্তজাতিক হিউমান রাইটস মানবাধিকার সংস্থা (আসক) আনুষ্ঠানিকভাবে লালন কন্যা উপাধিতে সনদপত্র ও স্বর্নপদক পাওয়াই সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে সরোজগঞ্জ বিআরএম হাসপালের নিচ তলায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লালন শিল্পী তারিফা পারভীন। তিনি বলেন, সকলের সহযোগিতায় ওস্তাদ ওলিয়ার শাহ্’র হাত ধরে ৭ বছর বয়স থেকে সঙ্গীত চর্চা করিয়া আসিতেছি। বর্তমানে বাংলাদেশ একাধিক জেলায় লালন গীতি, বিচ্ছেদ বিভিন্ন সঙ্গীত পরিবেশন করে আসছি। গত ২০ সেপ্টেম্বর ঢাকা ২ নং বঙ্গবন্ধু এভিনিউ আন্তর্জাতিক ‘হিউমান রাইটস’ মানবাধিকার সংস্থার (আসক) চেয়ারম্যান ছামছুল হক কতৃক লালন কন্যা উপাধিতে সনদপত্রসহ স্বর্নপদক পাওয়ায় চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জে মেয়ে হিসেবে আমি ধন্য। আপনাদের (সাংবাদিক) ভাইদের সহযোগিতা পেলে গানের মধ্যমে চুয়াডাঙ্গা জেলার সুনাম বয়ে আনতে স্বক্ষম হবো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের সভাপতি ইলিয়াজ হোসেন, সহসভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক শওকত মাহমুদসহ সকল সদস্যবৃন্দ। এছাড়া তারিফা স্বামীসহ পিতা ও শ্বশুর পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।

Leave a comment