চুয়াডাঙ্গা গাড়াবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ॥ মুমূর্ষু অবস্থায় যুবক উদ্ধার
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের গাড়াবাড়িয়ার দেলোয়ার হোসেনকে (২২) হাতুড়িপেটা ও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। গতপরশু শনিবার সন্ধ্যায় তাকে তার নিজ গ্রামের মসজিদ মোড় থেকে তুলে নিয়ে গ্রামেরই তালপুকুর পাড়ে নির্মমভাবে নির্যাতন করে ফেলে রাখা হয়। গতকাল রোববার সকালে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেলোয়ার হোসেন গাড়াবাড়িয়া স্কুলপাড়ার রহমত আলীর ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিযোগ তুলে বলেছে, গ্রামেরই বাগানপাড়ার ইকরামুল, মসজিদপাড়ার শান্ত, নূরনগর পুকুরপাড়ার বাকেরসহ কয়েকজন শনিবার গ্রামেরই মসজিদ মোড় থেকে মোটরসাইকেলে তুলে নেয়। এরপর গ্রামের তালপুকুরপাড়ে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে ওরা ডান পায়ে কোপ মারে। রগ কেটে যায়। বাম পায়ে ও পিঠে হাতুড়ি পেটা করে। বামপায়ের একাংশ গুড়িয়ে গেছে। নির্মমভাবে নির্যাতনের পর পুকুরপাড়ে ফেলে রাখে। সকালে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
অভিযুক্তদের তরফে তেমন বক্তব্য পাওয়া যায়নি। তবে একটিসূত্র বলেছে, ক’দিন আগে দেলোয়ার গ্রামেরই ইকরামুলের মোটরসাইকেলের সিটে ব্লেড মারাসহ কিছু ঘটনা ঘটিয়ে আলোচনায় উঠে আসে। এরই একপর্যায়ে তাকে হাতুড়িপেটার শিকার হতে হলো।
অপহরণের পর পুকুরপাড়ে নির্যাতন কুপিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম
