শ্রীলঙ্কা সিরিজের জন্য পাকিস্তান দল ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলের প্রধান নির্বাচক ইনজামাম-উল হক শনিবার সংবাদ সম্মেলনে দলের সদস্যদের নাম ঘোষণা করেন। আগামী ২৮ সেপ্টেম্বর আবুধাবিতে প্রথম টেস্টে মাঠে নামবে দুই দল। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ অক্টোবর।টেস্ট সিরিজের পর পাঁচ ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজও খেলার কথা রয়েছে পাকিস্তানের। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচ পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সিরিজের জন্য শ্রীলঙ্কাও দল ঘোষণা করেছে।পাকিস্তান টেস্ট দল: আজহার আলী, শান মাসুদ, সামি আসলাম, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, উসমান সালাহউদ্দিন, সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, মীর হামজা, ইয়াসির শাহ, বিলাল আসিফ ও মোহাম্মদ আসগর।শ্রীলঙ্কা টেস্ট দল: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে (সহ-অধিনায়ক), কৌশল সিলভা, কুসল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, রোশেন সিলভা, নিরোশান ডিকভেলা, রঙ্গনা হেরাথ, লাকশান সান্দাকান, দিলরুয়ান পেরেরা, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদিপ, বিশ্ব ফার্নান্দো, লাহিরু গামাগে।