বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে নিজের শ্রেষ্টত্ব অর্জনে নিজেকেই লড়তে হবে

দর্শনা পৌর কাউন্সিলর ডাবি ও বেলা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণকালে এমপি আলী আজগার টগর

দর্শনা অফিস: দর্শনা পৌরসভার সাবেক কাউন্সিলর প্রয়াত আ. রহমান ডাবি ও পৌরসভার সাবেক হিসাব রক্ষক আ. রহিম বেলার স্মৃতিতে দর্শনা মেমনগর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। গতকাল শনিবার বিকালে দর্শনা মেমনগর স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে অংশ নিয়ে মেহেরপুরের আশরাফপুর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে কোটচাঁদপুর একাদশ জিতেছে। রামনগর মাথাভাঙ্গা যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, আ. রহমান ডাবি ও আ. রহিম বেলা ছিলেন সহদোর। হাস্যজ্জল সদালাপি এ দুভাইকে রামনগরবাসি ভালোবাসতো তার জলন্ত প্রমান আজকের টুর্নামেন্টের ফাইনাল খেলা। আমার বিশ্বাস ডাবি ও বেলাকে অনন্তকাল স্মরণ রাখবে রামনগরবাসি। মনে রাখবেন লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলা-ধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলা-ধুলা একদিকে যেমন মননশীলতার বিকাশ ঘটায়, খুজে বের করে লুকায়িত প্রতিভা, গড়ে তোলে সৃজনশীল ও সাহসী করে। অন্যদিকে খেলা-ধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে। তাই আসুন বেশী বেশী করে প্রতিযোগিতা মূলক খেলা-ধুলার মাধ্যমে বর্তমান প্রজন্মকে প্রত্যয়ি ও সাহসি করে গড়ে তুলি। বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, কোটচাঁদপুর পৌর মেয়র জাহিদুল ইসলাম জাহিদ, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, কেরুজ সেলস অফিসার শেখ শাহবুদ্দিন, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সেপেক্টর শোনিত কুমার গায়েন, সাবেক ফুটবলার গিয়াসউদ্দিন পিনা। ক্লাবের সভাপতি আবু ফয়সালের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, আ. রাজ্জাক বাবলু, মোমিনুল ইসলাম, মোজাহারুল ইসলাম, মোশাররফ হোসেন, আ. রফিক কাবি, হাজি আশরাফ আলী, হাজি মুনসুর মন্ডল, হাতেম মন্ডল, ফারুক আহম্মেদ, দর্শনা পৌর প্যানেল মেয়র রেজাউল ইসলাম। সাংবাদিক হানিফ মন্ডলের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনাসভায় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, শেখ আসলাম আলী তোতা, সোলায়মান কবির, মামুন শাহ প্রমুখ। খেলার ধারাভাষ্য দেন, হানিফ মন্ডল ও হাসান মাস্টার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, আমির হোসেন, ফলেহার, নাহিদ, অন্তর সহ ক্লাবের সদস্যরা। খেলা পরিচালনা করেন নিপুন, রবিউল ইসলাম ও সবুর। পরে চ্যাম্পিয়ন দলকে ৪০ হাজার ও রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা তুলে দেন এমপি টগর সহ অতিথিরা।।