চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, ভিশন-২০২১, এসডিজি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে জনগণকে অবহিতকরণ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের পাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর  রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার উদ্যোগে ভিশন-২০২১, এসডিজি, সরকারের বিভিন্ন সেক্টরের সফলতার ওপর এবং উন্নয়নে নারীর ভূমিকা ও উপস্থিত সকলকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, পাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বিশারত আলী প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।