চিকিৎসায় অবহেলার অভিযোগে মৃত রোগীর স্বজনদের আলমডাঙ্গার শেফা ক্লিনিক ভাঙচুর

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কলেজপাড়াস্থ শেফা ক্লিনিক ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরের দিকে স্ট্রোকে মারাত্মক অসুস্থ এক রোগীকে চিকিৎসা দিতে ওই ক্লিনিকে নিয়ে যাওয়ার পর রোগীর বিক্ষুব্ধ স্বজনরা এ ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার গোবিন্দপুর-দোয়ারপাড়ার মৃত জাফর আলী বিশ্বাসের ছেলে কাঠব্যবসায়ী জিন্নাহ আলী (৫০) দুপুরের দিকে স্ট্রোকে আক্রান্ত হন। মারাত্মক অসুস্থ অবস্থায় তাকে আলমডাঙ্গা কলেজপাড়াস্থ শেফা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তৃব্যরত ডাক্তার তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করেন। এ সময় রোগীর স্বজনরা ভ্যানে করে লাশ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একজন জানান, রোগী নড়াচড়া করছে। তিনি এখনো বেঁচে আছেন। এমন দাবি করে আবারও রোগিকে ক্লিনিকে নিয়ে গেলে কয়েকজন ডাক্তার তাকে দেখেই মারা যাওয়ার কথা জানান। সে সময় রোগীর কয়েকজন স্বজন উত্তেজিত হয়ে পড়েন। তাদের অভিযোগ- ডাক্তারের অবহেলার জন্য রোগীর মৃত্যু হয়েছে। এ সময় বিক্ষুব্ধরা ক্লিনিকের জানালা দরজার কাঁচ ভাঙচুর করে সেখান থেকে চলে যান। এ বিষয়ে শেফা ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. খালিদ মাহমুদ তপনের সাথে মোবাইলে বার বার যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।