গাংনী প্রতিনিধি: উত্তম কুমার (২৬)। পথ হারিয়ে তিন দিন ধরে ঘুরছিলো পথে পথে। বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে চলে আসে বহুদূর। খুঁজে পাচ্ছিলোনা বাড়ি। শেষ পর্যন্ত উত্তম ফিরেছে আপন ঠিকানায়। মেহেরপুর গাংনী থানার ওসি আনোয়ার হোসেনের আন্তরিকতায় উত্তমকে ফিরে পেলেন তার মা। গতকাল শনিবার বিকেলে উত্তমের পরিবারের লোকজন গাংনী থানা থেকে তাকে বাড়িতে নিয়ে যান। উত্তম কুমার খুলনার বটিয়াঘাটা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত ধীরু বাগচির ছেলে। ৪-৫ বছর আগে মানসিক ভারসম্য হারালে পাগল হিসেবে পরিচিতি পায়।
গাংনী থানা সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হয় উত্তম। পরিবার তার সন্ধান না পেয়ে হতাশায় পড়েন। শুক্রবার গভীর রাতে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া এলাকায় বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলো উত্তম। এ সময় তাকে উদ্ধার করে গাংনী থানা হেফাজতে নেয়া হয়। অনেক কষ্টে উত্তমের কাছ থেকে তার পরিচয়ের কিছু অংশ বের হয়। গাংনী থানার ওসি উত্তমের পূর্ণাঙ্গ পরিচয় বের করে তার পরিবারকে খবর দেন।
উত্তমকে নিতে এসে ভগ্নিপতি রঞ্জন বিশ^াস, বছর চারেক আগে ডিগ্রি পরীক্ষা চলাকালে উত্তমের মাথায় সমস্যা দেখা দেয়। সে থেকেই তাকে বাড়িতে নজরদারিতে রাখা হয়। চিকিৎসায় ভালো না হওয়ায় পরীক্ষা দিতে পারেনি। তবে উত্তমকে ফিরে পেয়ে তিনি গাংনী থানার ওসি আনোয়ার হোসেনের প্রতি কৃজ্ঞতচিত্তে ধন্যবাদ জ্ঞাপন করেন।