আসন্ন দুর্গা উৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায় ও সতীর্থদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এমপি আলী আজগার টগর

সম্প্রীতির বাঁধনে আবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে
দর্শনা অফিস: ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসব শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বী ও সতীর্থদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। গতকাল শনিবার বেলা ১১টার দিকে দর্শনা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে নিজের আয়োজনে নির্বাচনী এলাকার ৪৮টি পূজা মন্দিরের দুর্গা পূজা উদযাপন এবং মন্দির কমিটির প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়কালে এমপি আলী আজগার টগর বলেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধুর উদ্বাত্ত আহ্বানে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো এ দেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মাবলম্বি জাতির মানুষ। ৯ মাস লড়াইয়ের বিনিময়ে পেয়েছিলাম আজকের স্বাধীনতা। বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান স্বপ্ন দেখেছিলেন, নিরক্ষর, ক্ষুধা, সাম্প্রদায়িক মুক্ত ও ধর্ম নিরপেক্ষ বাংলাদেশের। একাত্তরের পরাজিত অপশক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে শেখ মজিবর রহমানকে হত্যার মধ্যদিয়ে সে স্বপ্ন ধুলিস্যাৎ করার চেষ্টা করা হয়েছিলো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে শেখ মুজিবুর রহমানের অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন নিরন্তর। বাংলাদেশে সব ধর্মের মানুষ আজ সুখে-শান্তিতে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। আজ গোটা জাতিকে বিশ্বসভায় মাথা উচু করে দিয়েছেন। বিশ্ব দরবারে বাংলাদেশের নাম মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে। তাই আসুন ধর্মীয় সম্প্রীতির বাঁধনে আবদ্ধ হয়ে জঙ্গিবাদ, সাম্প্রদায়িক অপশক্তিসহ সব ধরনের নৈরাজ্য রুখে দিয়ে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকার গঠনে আ.লীগের পতাকা তলে সমবেত হই। গড়ে তুলি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।
বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, জীবননগর উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তূজা, জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আবদুল লতিফ অমল ও জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম। দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, আ.লীগ নেতা মিজানুর রহমান টিপু, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আ. লীগে নেতা রেজাউল হক রেজা, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুক্তার, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, উথলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান, দামুড়হুদা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জগবন্ধু ধর, সাধারণ সম্পাদক উত্তম কুমার দেবনাথ, জীবননগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত কুমার, সাধারণ সম্পাদক বসুদেব রক্ষি, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন। চুয়াডাঙ্গা জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলমের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, সোহরাব উদ্দিন খান, আবু সাঈদ খোকন, হামিদুল্লাহ, নজির আহম্মেদ, বরকত আলী, মুনতাজ আলী, আ. মালেক, বিল্লাল হোসেন, আজাদুল ইসলাম, হায়দার আলী, ওসমান গনি, আবু জাফর, শিক্ষক নেতা স্বরুপ কুমার দাস, মঙ্গল কুমার শান্তারা, সুজন হালদার, সুকুমার হালদার, নারায়ণ হালদার, আশুতোষ, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, আবু তালেব, শেখ আসলাম আলী তোতা, আব্দুস সালাম ভুট্টো, আশরাফ আলম বাবু, মামুন শাহ, সোলায়মান কবির, মহিবুল ইসলাম, রেজাউল ইসলাম, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু, আলামিন, লোমান, রায়হান, অপু সরকার, রিপন প্রমুখ। সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সাদনান সাফি সিহাব। গীতা পাঠ করেন পল্টু কুমার শীল। সভা শেষে ৪৮ পূজা মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান ও শাড়ি তুলে দেন এমপি আলী আজগার টগর।