আলমডাঙ্গা পৌরসভার সকল মন্দির কমিটির সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে পৌর মিলনায়তনে মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর কল্পনা খাতুন, নূর জাহান খাতুন, জহুরুল ইসলাম স্বপন, সদর উদ্দিন ভোলা, মামুন অর রশীদ হাসান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র রায়। এ সময় পৌর মেয়র হাসান কাদির গনু বলেন, আপনারা সুষ্ঠুভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। যেকোনো সমস্যা হলে আমরা সার্বক্ষণিক আপনাদের সাথে থাকবো। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রথতলা শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি অশোক কুমার সাহা, সাধারণ সম্পাদক বিজয় কুমার সাহা, বাবুপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি অ্যাড, রঞ্জিত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক আকা বাবু, কলেজপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি সৌমেন্দ্র সাহা নন্দ, সাধারণ সম্পাদক পরিমল ঘোষ কালু, স্টেশনপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি সুবেন্দ্র সিংহ রায়, সাধারণ সম্পাদক বিধান কুমার ব্যাধ, ক্যানেলপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি দেবদাস দে, সাধারণ সম্পাদক রিপন কুমার বিশ্বাস, আনন্দধাম দাসপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি সমীর দাস, সাধারণ সম্পাদক বিপ্লব দাস, গোবিন্দপুর হরিতলা শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি শ্রী সুনীল সাধুখাঁ, সাধারণ সম্পাদক বিজয় কুমার সিহি, গোবিন্দপুর দাসপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি উজ্জ্বল কুমার দাস, সাধারণ সম্পাদক রাজকুমার, পুরাতন বাসস্ট্যান্ড শ্রী শ্রী কালি মন্দির কমিটির সভাপতি সুধাংশু কুমার ব্যানার্জী, সাধারণ সম্পাদক গৌতম কুমার পাল, কালিদাসপুর শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি সুশীল কুমার ভৌতিকা, সাধারণ সম্পাদক মনিন্দ্রনাথ দত্ত, কুমারী শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সভাপতি অর্ধেন্দ্র কুমার সাহা। এ বছর পৌরসভা অঞ্চলে ৯টি মন্ডপে দুর্গাপূজোৎসব অনুষ্ঠিত হবে।