জীবননগর দেহাটি নিকেরিপাড়ার রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ

স্টাফ রিপোটার: জীবননগর দেহাটি নিকেরিপাড়ার রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিার রাত ১২টার দিকে জীবননগর শাহাপুর ফাঁড়ি পুলিশ তাকে গ্রেফতার করে। রুহুল আমিনের বিরুদ্ধে মাদক ও বিভিন্ন মামলা রয়েছে। সে দেহাটি নিকেরিপাড়ার আবু বক্করের ছেলে।
পুলিশ জানিয়েছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের দেহাটি নিকেরিপাড়ার আবু বক্করের ছেলে রুহুল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্যসহ কয়েকদিন মামলা রয়েছে। সে দীর্ঘদিন পালিয়ে ছিলো। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহাপুর ফাঁড়ির ইনচার্জ এসআই ওয়ালিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়ি থেকে গ্রেফতার করেন।
এ দিকে গ্রামবাসী অভিযোগ করে বলেছে, রুহুল আমীন দীর্ঘদিন ধরে আন্দোলবাড়িয়া ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটের কারবার করে আসছে। এছাড়া মাদক নেশার আসর বসিয়ে থাকে। প্রতিকারের জন্য গ্রামবাসী পক্ষে গণস্বাক্ষর শুরু হয়েছে। রুহুল আমিনের শাস্তির দাবিতে কাল রোববার গণস্বাক্ষর সংবলিত আবেদন চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কাছে দেয়া হতে পারে বলে গ্রামবাসী জানিয়েছে।
উল্লেখ্য, গত ১৪ আগস্টে মাদক বিকিকিনির প্রতিবাদ করায় একইপাড়ার মতিয়ার রহমান ফয়সালের ছেলে দোলনের ওপর হামলা চালায় রুহুল আমীনসহ তার লোকজন। এ হামলায় দোলনকে রক্তাক্ত জখম করা হয়। এ ঘটনায় দোলন চুয়াডাঙ্গা আদালত ও জীবননগর থানায় রুহুল, ছল্লু, নুর হক ও নুরুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

Leave a comment