চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, ভিশন-২০২১, এসডিজি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে জনগণকে অবহিতকরণ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলাধীন তিতুদহ ইউনিয়নের গড়াইটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গড়াইটুপি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্ন্যাসী কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। প্রধান অতিথি বলেন শেখ হাসিনার উদ্যোগে ভিশন-২০২১, এসডিজি, সরকারের বিভিন্ন সক্টেরের সফলতার ওপর এবং উন্নয়নে নারীর ভূমিকা ও উপস্থিত সকলকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন পুষ্টি কর্মকর্তা রুমানা শারমিন, আশরাফ আলী, মতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেন। অনুষ্ঠান শেষে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। প্রেসবিজ্ঞপ্তি।