আলমডাঙ্গার পারদুর্গাপুরে অস্ত্রের মুখে গরুব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে ৩ জন গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার পার-দুর্গাপুর করিমপাড়ায় ধারাল অস্ত্রের মুখে গরুব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে পুলিশ ৩ যুবককে গ্রেফতার করেছে। গত ২০ সেপ্টেম্বর বুধবার ছিলো আলমডাঙ্গা পশুহাট। আলমডাঙ্গার কুমারী ইউনিয়নের পারদুর্গাপুরের গরুব্যবসায়ী মৃত আবু জেহেলের ছেলে আব্দুল ও মৃত বাহার আলীর ছেলে জাহাঙ্গীর ওরফে কালু ৪টি গরু নিয়ে যায় আলমডাঙ্গা পশুহাটে বিক্রি করতে। হাটে দুটি গরু ১ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করেন। বাকী দুটি গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। একই গ্রামের আরমান আলীর জামাই গোলাম রসুলের আলমসাধুতে তারা বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৮টার দিকে তাদের বহনকারী আলমসাধু পারদুর্গাপুর ও করিমপাড়ার মাঝামাঝি অবস্থিত তমেদ আলীর মহানিম বাগানের সামনে পৌঁছুলে অজ্ঞাত দুর্বৃত্তরা রাস্তায় মহানিম গাছ কেটে ফেলে রেখে আলমসাধুর গতিরোধ করে। তারা ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে, গরুব্যবসায়ীদের আতঙ্কগ্রস্থ করে তোলে। এ সময় গরুব্যবসায়ীদের কাছে থাকা ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় গরুব্যবসায়ী জাহাঙ্গীর আলম কালু বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে তিনি ৪ জন ডাকাতকে চিনে ফেলেছেন বলে দাবি করে তাদের নাম উল্লেখ করেছেন। পরে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো পারদুর্গাপুরের আয়নাল হকের ছেলে আবুল কালাম (২৫), রোয়াকুলি গ্রামের আবু বকরের ছেলে ইয়াকুব আলী (২৭) ও এরশাদপুরের হায়াত আলীর ছেলে রকি। বাকী ১ জন অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশ জোর অভিযান অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন। এদিকে গ্রেফতার রকি জানিয়েছে , সে ঘটনার রাতে পারদুর্গাপুর গ্রামের খোকার বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলো। ডাকাতির সাথে জড়িত নয়। পুলিশ আজ শুক্রবার সংশ্লিষ্ট মামলায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করতে পারে।