মাদক প্রতিরোধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে

দামুড়হুদা ও জীবননগরে উপজেলা কমিউনিটি পুলিশিং সমাবেশে পুলিশ সুপার

জীবননগর ব্যুরো: সমাজের সর্বস্তরের মানুষদের নিয়ে কমিউনিটি পুলিশিং কমিটি তৈরি করা হয়েছে। জনগণ ও পুলিশের মধ্যে সেতু বন্ধন তৈরি করতে হবে। সামাজিক অপরাধ রোধে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা রয়েছে। নারী নির্যাতন, চুরি-ডাকাতি, ছিনতাই, সামাজিক অস্থিরতা, মাদক, বাল্যবিয়ে ও আত্মহত্যা কমিয়ে আনতে হলে কমিউনিটি পুলিশের বিকল্প নেই। কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমে দুষ্টের দমন আর শিষ্টের লালন করতে হবে। কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমে সমাজের অপরাধের ভয়াবহতা সম্পর্কে জণগণকে জানাতে হবে। জনগণের সমস্যার সমাধান করতে হলে সমস্যার কারণ চিহ্নিত করতে হবে। বিভিন্ন অপরাধমূলক কাজে পুলিশকে সহায়তা করতে হবে। মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স রয়েছে। মাদকব্যবসায়ী ও সেবনকারী যেই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক প্রতিরোধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রামের মাধ্যমে সামাজিকভাবে মাদকবিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে। কমিউনিটি পুলিশিং কমিটির সমাবেশে প্রধান অতিথি চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দীন উপরোক্ত কথাগুলো বলেন। পুলিশ সুপার নিজাম উদ্দিন অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনারা আপনাদের সন্তানদের প্রতি সতর্ক দৃষ্টি রাখুন। সে কখন কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, তার বন্ধু-বান্ধব কারা, তারা কি করে এসব বিষয়েও আপনাদের খেয়াল রাখতে হবে। আপনার সন্তানই আপনার ভবিষ্যত। আপনি কষ্ট করে যে স¤পদ তৈরি করছেন তা কার জন্য রেখে যাবেন। আপনার সন্তানই যদি মামুষ না হয় তাহলে এসব সম্পদ কি কাজে আসবে। আপনাদের সন্তানদের নূনতম এসএসসি পাস করার আগে মোবাইলফোন দিবেন না। এই মোবাইলটাই আপনার তথা আপনার সন্তানসহ পরিবারের জন্য কাল হয়ে দাঁড়াবে।
জীবননগর থানার আয়োজনে বেলা ১১টার দিকে থানা চত্বরে উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের সভাপতিত্বে এবং আব্দুস সালাম ঈশার উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বাক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (জীবননগর সার্কেল) কলিমুল¬াহ, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তূজা, থানা অফিসার ইনচার্জ এনামুল হক, ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, মির্জা তাহাজ্জত হোসেন, শেখ মুক্তার আলী প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছে, দামুড়হুদায় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা মডেল থানা হলরুমে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দীন। দামুড়হুদা মডেল থানার আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক দামুড়হুদা উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু। এছাড়া বক্তব্য রাখেন- ইউপি সদস্য আশাদুল হক, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বরকত আলী। উপস্থিত ছিলেন- দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, দামুড়হুদা মডেল থানার এসআই মনির, এসআই মেজবাহুর রহমান, এসআই আব্দুল বাকী, এসআই তপন কুমার নন্দী, এসআই শ্যামল কুমার, ইউপি সদস্য শাহজামাল হোসেন, আলেফ খাঁ, ইব্রাহিম হোসেন, কলিম উদ্দীন, মোজাফ্ফর হোসেন, আওয়ামী লীগ নেতা সালাউদ্দীন খোকন, মতিয়ার রহমান মতি, যুবলীগ নেতা হাসানুজ্জামান পিন্টুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পুলিশিং কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জিএম ইমদাদুল হক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেন বাবু।