ভেড়ামারায় চালের আড়তে অভিযান : ৫৫ হাজার টাকা

কুষ্টিয়া প্রতিনিধি: চালের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধিতে কুষ্টিয়ার ভেড়ামারার বিভিন্ন চালের আড়তে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর ১২টায় ভেড়ামারা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রাসেল মিয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। চালের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন নিম্ন আয়ের মানুষ।

নির্বাহী কর্মকর্তা জানান, অভিযানে ভেড়ামারা বাজারের মোট ৮ চাল ব্যবসায়ী আড়তদারের কাছ থেকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই কর্মকর্তা আরও জানান, ভেড়ামারার বিভিন্ন আড়তে হাজার হাজার বস্তা চালের মজুদ করেছে চিহ্নিত অসাধু ব্যবসায়ীচক্র। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরিংয়ের অভাবে ব্যবসায়ী নামধারী লুটেরা চালের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে এবং সর্বস্তরের মানুষকে জিম্মি করে বেপরোয়াভাবে চালের দাম বাড়িয়ে মুনাফা লুট করছে।