আসমানখালীতে আন্তঃকিন্ডারগার্টেন স্কুল ফুটবলে অক্সফোর্ড কিন্ডারগার্টেন জয়ী

আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার আসমানখালী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলমাঠে গতকাল বুধবার দুপুর ২টার দিকে আন্তঃকিন্ডারগার্টেন স্কুল ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আসমানখালী নিউ মডেল কিন্ডারগার্টেনকে ৪-২ গোলে হারিয়ে গাংনী অক্সফোর্ড কিন্ডারগার্টেন  জয়ী হয়। খেলায় সভাপতিত্ব করেন নিউ মডেল কিন্ডারগার্টেনের সভাপতি আমজেদ হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা কিন্ডারগার্টেন  অ্যাসোসিয়নের সাংগঠনিক সম্পাদক শামিম রেজা। খেলা পরিচলনা করেন ওমর ফারুখ, পারভেজ, শামিম। বিশেষ অতিথি ছিলেন নান্দবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক সিরাজুল ইসলাম, এ সময়ে উপস্থিত ছিলেন নাসির উদ্দীন এটম, আশাবুল হক, মাহাবুল ইসলাম, মিয়াজান আলী, মোক্তার হোসেন, হুমায়ন কবীর টুলু, কালুব বারী, শাহাবুল হক, শাহাজান মাস্টার, আব্দুর রাজ্জাক প্রমুখ। ধারাভাষ্যে ছিলেন হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক ক্রীড়াশিক্ষক আবুল কাসেম।

Leave a comment