রোহিঙ্গাদের হত্যা ও সহিংসতা বন্ধের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার: ‘রোহিঙ্গারা মরবে কেন, রাখাইন রাজ্যে শান্তি আনো’ স্লোগানে চুয়াডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোহিঙ্গাদের হত্যা ও তাদের প্রতি সবধরনের সহিংসতা বন্ধের দাবিতে প্রথম আলো চুয়াডাঙ্গা বন্ধুসভার আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে প্রথম আলো বন্ধুসভার সদস্য ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক মকছেদুল হক খান চৌধুরী, হেলাল উদ্দিন, মনিরুজ্জামান, মনির জামান, মৌসুমী হোসেন, রকিবুল ইসলাম, প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনি, বন্ধুসভার সভাপতি রনি আলম ও সাধারণ সম্পাদক তানজিল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা রোহিঙ্গাদের প্রতি সব ধরনের নির্যাতন ও সহিংসতা বন্ধের দাবি জানিয়ে অবিলম্বে তাদের নিজ ভূখন্ডে বসবাসের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।