মেহেরপুরে কম্পিউটার শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও বিনামূল্যে সিসনোভা আইসিটি কম্পিউটার বিতরণ

মেহেরপুর অফিস: মেহেরপুরে সিসনোভা আইসিটি কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা ও বিনামূল্যে সিসনোভা আইসিটি কম্পিউটার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার থেকে বিকেল ৪টা পর্যন্ত মেহেরপুর জেলার ‘মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ’ প্রাঙ্গণে এক কউটার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কাজী ফার্মস গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান সিসনোভা ইনফরমেশন সিস্টেমস লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জেলার সকল উপজেলা থেকে মোট ১৪ শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষকদের স্কুল ও কলেজের পাঠ্যক্রম অনুযায়ী সি-প্রোগ্রামিং (ঈ-চৎড়মৎধসসরহম), ঝছখ চৎড়মৎধসসরহম, ঐঞগখ ওয়েব পেইজের ডিজাইন ছাড়াও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (ঝঝঈ,ঐঝঈ) আইসিটি সিলেবাসের ওপর প্রশিক্ষণ দেয়া হয়। এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান সিসনোভা আইসিটি কম্পিউটারের ব্যবস্থাপক ফারুক মিয়া, বিভাগীয় বিপনন কর্মকর্তা এইচএম রিয়াজ মাহমুদ, আইটি সাপোর্ট প্রকৌশলী শ্রী কৃষান কান্ত রায়সহ সিসনোভা আইসিটি কম্পিউটারের এই জেলার ডিলার ‘কম্পিউটার মেট’র শেখ কামরুল গালীব উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ১টি করে সিসনোভা আইসিটি কম্পিউটার বিনামূল্যে বিতরণ করা হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আইসিটি শিক্ষকগণ ১টি করে সিসনোভা আইসিটি কম্পিউটার গ্রহণ করেন। প্রশিক্ষণে আইসিটি শিক্ষকদের পক্ষ থেকে অধ্যক্ষ আখতারুজ্জামান বলেন, সিসনোভা আইসিটি কম্পিউটার আয়োজিত আইসিটি টিচার প্রশিক্ষণটি আমার অসম্ভব ভালো লেগেছে। এটা সাশ্রয়ী ব্যয়ে চমৎকার যোগ্যতার একটি কম্পিউটার।