বাড়ির উঠোনে চার্জ দেয়া অবস্থায় ইজিবাইক চুরি

দামুড়হুদায় সংঘবদ্ধ চোরচক্র আবারও বেপরোয়া

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে সংঘবদ্ধ চোরচক্র। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে একের পর এক গরু, ছাগল থেকে শুরু করে দামী মোবাইলফোন নির্বিঘেœ চুরি করার পর বাববারই পার পেয়ে যাচ্ছে ওই সংঘবদ্ধ চোরচক্র। ফলে ওই সংঘবদ্ধ চোরচক্রের সাহস দিনকে দিন বেড়ে যাচ্ছে। তাদের অত্যাচারের কারণে সাধারণ মানুষ রাতে ঘুমাতেও পারছে না। তারই ধারাবাহিকতায় গত সোমবার রাতে দামুড়হুদা দশমীপাড়ার দাউদ আলীর ছেলে মাহাবুর রহমানের একটি ইজিবাইক বাড়ির মধ্য থেকে চার্জ দেয়া অবস্থায় চুরি করে নিয়ে পালিয়েছে ওই চোরচক্র।
ভুক্তভোগী মাহাবুর বলেছেন, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে আমার আকাশী রঙের ইজিবাইকটি নিজ বসতবাড়ির উঠোনে চার্জে বসিয়ে রাখি। এরপর রাতের খাবার শেষে বাড়ির সকলেই ঘুমিয়ে পড়ি। ভোর সাড়ে ৪টার দিকে ঘুম থেকে উঠে দেখি উঠোনে ইজিবাইকটি নেই। তাৎক্ষণিকভাবে বিভিন্ন এলাকায় লোক মারফত খোঁজাখুঁজি শুরু করি। কিন্ত ওই ইজিবাইকের কোনো হদিস মেলেনি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ইজিবাইক মালিক মাহাবুর গতকাল মঙ্গলবার দুপুরে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডাইয়েরি করেছেন। এদিকে এলাকার সচেতন মহল আইনশৃঙ্খুলা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, দামুড়হুদা সদরে বাড়ির মধ্য থেকে যদি ইজিবাইক চুরি হয়ে যায় তাহলে গ্রামের মানুষের কী দশা তা সহজেই অনুমান করা যায়।