আলমডাঙ্গায় শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্ততিসভা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্ততিসভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে এ সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার রাহান মান্নান। প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম হাসিবুল হাসান, ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, দারুস সালাম, খাদ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইলিয়াস আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মহি উদ্দিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস। উপস্থিত ছিলেন পবন কুমার ভৌতিকা, মনিদ্রনাথ দত্ত, যুগল কর্মকার, লিপন কুমার বিশ্বাস, বিদ্যুৎ কুমার সাহাসহ ২৭টি পূজা মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ। থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান, ৪টি অধিক ঝুঁকিপূর্ণ মন্দির, ১৭টি ঝুঁকিপূর্ণ মন্দিরসহ আরও ৬টি মন্দির রয়েছে। শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রতি মন্দিরে ৬ জন পুরুষ ও ২ জন মহিলা আনসার সদস্য, ১ জন করে পুলিশ অফিসার, ২ জন করে পুলিশ সদস্য ছাড়াও টহলরত র‌্যাব, স্ট্রাইকিং ফোর্স থাকবে।