মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে ভুয়া ডাক্তার ও সহায়তাকারীর জরিমানা

মুজিবনগর প্রতিনিধি: বৈধ কোনো কাগজপত্র না থাকায় মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার এলাকার ভুয়া ডাক্তার ও ডাক্তারের সহায়তা করাই খাঁন ফার্মাসির মালিককে ১০ হাজার টাকা করে মোট হাজার ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার ওই অর্থ দন্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কেদারগঞ্জ বাজারের খাঁন ফার্মাসিতে ভুয়া ডাক্তার খলিলুর রহমানকে চেম্বার করে দেয়ায় ও তার ব্যবসায় সহায়তা প্রদান করার অপরাধে ফার্মাসি মালিক সেলিম হোসেনকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. সাইফূল্লাহ মোরশেদ।