মিরপুরে হতদরিদ্র মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে হতদরিদ্র মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলার বন্ধন সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় বন্ধন সংস্থার কার্যালয়ে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। বন্ধন সংস্থার নির্বাহী পরিচালক তাহাজ্জেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনসেবা সংস্থার নির্বাহী পরিচালক আতিয়ার রহমান বাবলু, সহায় সংস্থার পরিচালক আব্দুর রহিম মজনু, মিরপুর প্রেসক্লাবের সহসভাপতি কাঞ্চন কুমার, সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক সাইদুল ইসলাম, সেলাই প্রশিক্ষক শরিফুল ইসলাম, বন্ধন সংস্থার পাটকীবাড়ীয়া শাখার ব্যবস্থাপক খাইরুল আলম, সংস্থার সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার আনিচুর রহমান। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন বন্ধন সংস্থার সমন্বয়কারী ওবাইদুল হক। বন্ধন সংস্থা কর্তৃক ৬ মাস মেয়াদী বিভিন্ন এলাকার হতদরিদ্র ১৭ জন মহিলাকে সেলাই প্রশিক্ষণ শেষে ১৭ জন মহিলাকেই বিনামূল্যে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।