আলমডাঙ্গা ব্যুরো: পুলিশের বাধায় শেষাবধি রক্ষা পেলো আলমডাঙ্গার ফরিদপুর সড়কের সরকারি দুটি গাছ। গতকাল সোমবার দুপুরের দিকে সড়কের পাশের সরকারি দুটি শিশু গাছ কাটার অপচেষ্টার সময় পুলিশ বাধ সাধে।
গ্রামসূত্রে জানা যায়, আলমডাঙ্গার গোবিন্দপুর হয়ে ফরিদপুর গ্রামে যেতে ইটভাটার সামনের সড়কের পাশের সরকারি দুটি গাছ কাটতে শুরু করেন কাঠব্যবসায়ী ছাদেক আলীর কয়েকজন শ্রমিক। ফরিদপুর গ্রামের আশরাফুল হক মন্টুর কাছ থেকে একই গ্রামের বাগানপাড়ার ছাদেক আলী গাছ দুটি ক্রয় করেন বলে জানা যায়। তারা একটি শিশু গাছ প্রায় কেটে ফেলার শেষ মুহূর্তে সংবাদ পেয়ে পুলিশ গিয়ে বাধা দেয়। পুলিশের উপস্থিতির কারণে অপর শিশু গাছটি রক্ষা পায়।
গাছ কাটা প্রসঙ্গে কাঠব্যবসায়ী ছাদেক আলী জানান, সড়কের পাশ আশরাফুল হক মন্টুর নিজস্ব জমি। তিনি গাছ দুটি লাগিয়েছিলেন। মন্টুর কাছ থেকে তিনি ক্রয় করেন। তবে এলাকাবাসী জানিয়েছে, গাছ যিনিই লাগান তা সরকারি জমিতে লাগিয়েছেন। সেই গাছ কাটতে হলে সরকারি অনুমতি নিয়ে কাটা উচিত ছিলো।
পুলিশের বাধায় রক্ষা পেলো ফরিদপুর সড়কের দুটি সরকারি গাছ