গাংনীতে তাল গাছের চারা রোপণ

গাংনী প্রতিনিধি: বজ্রপাত থেকে রক্ষা পেতে বেশি বেশি তাল গাছ তৈরির আহ্বান জানালেন মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান। গতকাল সোমবার বিকেলে গাংনী উপজেলার গাড়াডোবে তাল গাছের চারা রোপণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। ধানখোলা ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে তাল গাছের চারা ও বীজ রোপণ করা হচ্ছে। এ কর্মসূচি যেনো মেহেরপুর জেলায় সফল হয় সেদিকে সকলের নজর রাখতে হবে। প্রতি বছর বজ্রপাতে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। এর থেকে বাঁচতে হলে তাল গাছের তেমন কোনো বিকল্প নেই। এছাড়াও পরিবেশ সুরক্ষায় তালগাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান, গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, গাড়াডোব ব্লকের উপসহকারী কৃষি অফিসার শাহীন রেজা জুয়েল ও বিশিষ্ট সমাজসেবক ইকরাম হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।