আলমডাঙ্গার কৃষ্ণপুরে দু দিনব্যাপী ঐতিহ্যবাহী ঝাপান প্রতিযোগিতা শুরু

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা কৃষ্ণপুর গ্রামের খুদিয়াখালী আবাসনে সম্পন্ন হয়েছে দু দিনব্যাপী ঐতিহ্যবাহী ঝাপান খেলা। স্থানীয় আশ্রয়ণের লোকজন এর আয়োজন করে। গত রোববার সকাল থেকে শতাধিক বিষধর সাপ নিয়ে ৪ দলের এ খেলা শুরু হয়। গ্রামের নারী-পুরুষ এ ঝাপান খেলা দেখতে ভিড় জমায়। বাদ্য ও সাপুড়ের মন্ত্র পড়ার সুরে সুরে ঝুড়ি থেকে বেরিয়ে আসে সব বিষধর কুলিন সাপ। পারকৃষ্ণপুর গ্রামের সাপুড়ে খলিলুর রহমান তাজা সাপ খেয়ে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। অন্য প্রতিযোগীর মধ্যে ছিলেন আলমডাঙ্গার পারকুলা গ্রামের আবু তাহের, নান্দবারের কিতাব আলী ও মেহেরপুর দরবেশপুরের আইনুদ্দীন। দর্শনার্থীরা সাপ খাওয়ার এই দুর্লভ দৃশ্য উপভোগ করেন। গ্রামের সিবাস জানান, এই খেলা জীবনে কয়েকবার দেখলাম। যতবার দেখি দেখতে ইচ্ছে করে।