দামুড়হুদায় সাপে দংশন করলো গৃহবধূকে : হাসপাতালে নেই অ্যান্টিস্নেকভেনম

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেই সাপেকাটা রোগীর প্রতিষেধক ভ্যাকসিন অ্যান্টিস্নেকভেনম। রোগীদের পড়তে হচ্ছে বিপাকে। বাইরের কিছু ফার্মেসিতে পাওয়া গেলেও বাধ্যহয়ে চড়ামূল্যে কিনতে হচ্ছে রোগীকে বাঁচানোর জন্য। গতকাল রোববার সন্ধা ৭টার দিকে দামুড়হুদার নাটুদা ইউনিয়নের চারুলিয়া পুকুরপাড়ার মহিউদ্দীন খানের স্ত্রী নিলুফা খাতুন (৫০) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন। কিছুদূর যাওয়ার পর অন্ধকারে সাপের শরীরে পা পড়তেই নিলুফা খাতুনের ডান পায়ে দংশন করে সাপটি। নিলুফা খাতুনের চিৎকার চেচামেচিতে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এদিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সাপেকাটা রোগীর প্রতিসেধক অ্যান্টিস্নেকভেনম ইনজেকশন না থাকায় বাইরের ফার্মেসি থেকে এক ফাইল ইনজেকশন ১০ হাজার টাকায় কিনে রোগীর শরীরে প্রয়োগ করানো হয়। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত নিলুফা খাতুন অশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন।