জীবননগর শাখারিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার শাখারিয়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অনশন শুরু করেছে। গত শনিবার বিকেল হতে প্রেমিকা টুম্পা (১৬) এ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
জানা গেছে, কোটচাঁদপুর সাড়াবাড়িয়া গ্রামের মাঝেরপাড়ার মৃত তাহেরের মেয়ে টুম্পা খাতুন ১০ম শ্রেণির ছাত্রী। সে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের নিলি হামিদের ছেলে দুই সন্তানের জনক সাদ্দাম হোসেনের (২৮) সাথে প্রেম সম্পর্ক গড়ে ওঠে। বীমার টাকা নিতে যাওয়া আসাকে কেন্দ্র করে তাদের মধ্যে গত তিন বছর প্রেমেজ সম্পর্ক তৈরি হয়।
প্রেমিকা টুম্পা জানায়, সাদ্দামের সাথে তার গ্রামের বাড়িতে বীমার টাকা নেয়া আসা করার সূত্র ধরে গত তিন বছর আগে প্রেম সম্পর্ক গড়ে ওঠে এবং সাদ্দাম তার বর্তমান স্ত্রী এবং সন্তানদের কথা গোপন রেখে তাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে দেহভোগ করে আসছে। কিন্তু বিয়ে করার কথা বললে সে এড়িয়ে যেতে শুরু করে। এ অবস্থায় সে গতকাল সাদ্দামের বাড়িতে এসে অনশন শুরু করে। একপর্যায়ে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছিলো।

Leave a comment