স্টাফ রিপোর্টার: অটোরিকশা উল্টে দুই স্কুল শিক্ষক আহত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুরে এ দুর্ঘটনা ঘটে। আহত স্কুল শিক্ষকরা হলেন অলিপ কুমার ও তহমিনা খাতুন।
অলিপের পরিবার জানায়, গতকাল রোববার সকালে অলিপ নিজ কর্মস্থল নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হন। বাসযোগে ডিঙ্গেদহ বাজারে পৌঁছানোর পর সেখান থেকে অটোরিকশায় চেপে স্কুলের পথে রওনা হন। এ সময় হিজলগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক তহমিনা খাতুনসহ আরও ৭ যাত্রী তাদের সাথে ছিলেন। অটোরিকশাটি নেহালপুর স্কুলের কাছাকাছি পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা মিশুককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে অটোরিকশা উল্টে যায়। এ সময় অলিপের বাম হাতের দুটি হাড় এবং তহমিনার বাম পা ভেঙে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আহত শিক্ষক দ্বয়ের খবর পেয়ে সেখানে ছুটে যান সহকারী শিক্ষক সমিতির জেলা আহ্বায়ক আব্দুস সালাম ও শিক্ষক মামুনুর রশীদ জুয়েল। সেখানে চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠান। তবে অলিপের হাতের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আজ তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেয়া হবে বলে জানা গেছে।