চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ও সাধারণ সম্পাদকের দলীয় পদ ব্যবহারের প্রতিবাদে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ বিবৃতি

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ও সাধারণ সম্পাদকের দলীয় পদ ব্যবহারের প্রতিবাদে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের পক্ষে এক প্রতিবাদ বিবৃতি প্রদান করা হয়েছে। গতকাল রোববার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলি মাস্টার স্বাক্ষরিত ওই প্রতিবাদলিপিতে উল্লেখ্য করা হয়েছে, গত ইউপি নির্বাচনে যারা আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে অন্য প্রার্থীর পক্ষে ভোট করেছেন, উপজেলা আওয়ামী লীগের সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। সে সময় চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিহাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক এমদাদুল হক টুকু দলীয় প্রার্থীর পক্ষে ভোট না করায় তাদেরও বহিষ্কার করা হয়। পরে জেলা কমিটি তা কেন্দ্রে প্রেরণ করলে কেন্দ্র সারাদেশের ন্যায় তাদেরও চূড়ান্তভাবে দল থেকে বহিষ্কার করে। অথচ গতকাল রোববার চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত বেশ কয়েকটি পত্রিকায় তারা চিৎলা ইউপির সভাপতি ও সম্পাদকের নাম ব্যবহার করে একটি বিবৃতি প্রদান করেছেন যা গঠনতন্ত্র বিরোধী। তাদের দলীয় পদ ব্যবহার থেকে বিরত থাকার কথা উল্লেখ করে বলা হয়েছে ভবিষ্যতে দলীয় পদ ব্যবহার করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রহণ করা হবে।