কোনোভাবেই রোহিঙ্গা শরণার্থীদের চুয়াডাঙ্গায় প্রবেশ করতে দেয়া হবে না

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় বক্তারা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুর রাজ্জাক। অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল মোমেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ হোসেন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, জীবননগর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃনাল কান্তি দে, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফখরুল ইসলাম। এছাড়া বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ সভায় অংশ নেন। সভায় বিভিন্ন দফতরের উন্নয়ন ও কর্মকা-ের অগ্রগতি প্রোজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এ সময় পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল। তিনি বলেন, পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতা সীমা লঙ্ঘন করেছে। রাতে বিদ্যুত বন্ধ করে দিয়ে পরদিন সকালে তা চালু করা হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছে জীবননগর পৌর এলাকা তথা গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষ। ওই উপজেলায় বিদ্যুতের চাহিদা ৬ মেগাওয়াট থাকলেও মাত্র ১-২ মেগাওয়াট দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পরে মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম হাবিবুর রহমান জানান, মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির বিদ্যুত চাহিদা ৬০ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে ২২-২৩ মেগাওয়াট। বিদ্যুতের ওই বড় ঘাটতির কারণে জেলায় বিদ্যুত বিভ্রাট হচ্ছে। এছাড়া যা পাওয়া যাচ্ছে তা এলাকা অনুযায়ী বণ্টন করা হচ্ছে বলে জানান তিনি। সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃনাল কান্তি দে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ সকলকে বাল্য বিয়ে বন্ধে এগিয়ে আসার আহ্বান জানান। জেলার আইনশৃঙ্খলার বিষয়ে আলোকপাত করার সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল মোমেন বলেন, বর্তমানে দেশে রোহিঙ্গা একটি বড় ইস্যু। রোহিঙ্গা শরণার্থীরা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে। এ বিষয়ে পুলিশ বিভাগ অত্যন্ত তৎপর। কোনোভাবেই চুয়াডাঙ্গায় যেন রোহিঙ্গা শরণার্থীরা প্রবেশ করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। এছাড়া মায়ানমারে রোহিঙ্গা নির্যাতনের ঘটনার প্রেক্ষিতে চুয়াডাঙ্গায় অন্যান্য ধর্মাবলম্বীদের ওপর কোনো অত্যাচার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিকদের আহ্বান জানান জেলা পুলিশের ওই কর্মকর্তা। পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুর রাজ্জাক আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলার আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানান।