স্টাফ রিপোর্টার: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রায় ১৪ কোটি টাকার পাঁচটি নতুন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী এসব প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্প পাঁচটিতে মোট ১৩ কোটি ৯৩ লাখ ৪৩ হাজার টাকা ব্যয় হবে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সম্পূর্ণ আবাসিকায়নের লক্ষ্যে মেগা প্রজেক্টের অংশ হিসেবে পাঁচটি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। ১০ তলা বিশিষ্ট শিক্ষক কর্মকর্তা ভবন, ৫তলা প্রভোস্ট হাউজ টিউটর কোয়ার্টার, মেডিকেল সেন্টার দ্বিতলকরণ, ৫০০ কেবিএ সাবস্টেশন নির্মাণ ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পানির লাইন স্থাপন করা হবে। প্রকল্প উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহমান, রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জমান টুটুলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।