মেহেরপুর রোঘুনাথপুর মাঠে কিশোরীকে ধর্ষণের অপচেষ্টা গ্রাম্য সালিসে ৯০ হাজার টাকায় রফা

মেহেরপুর অফিস: মেহেরপুরের রোঘুনাথপুর গ্রামের মাঠের একটি ধর্ষণ চেষ্টার মামলা গ্রাম্য সালিসে ৯০ হাজার টাকায় রফা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে ধর্ষণ প্রচেষ্টা মামলার নিষ্পত্তি করতে রাতে গ্রাম্য সালিস বসে এবং ৯০ হাজার টাকায় মামলাটির রফা হয়।
জানা যায়, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রোঘুনাথপুর খেড়ের মাঠ (আশ্রায়ণ প্রকল্প) গ্রামের ১৩ বছরের এক কিশোরীকে অস্ত্রের ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। গতকাল শনিবার বেলা ১১টার দিকে ওই কিশোরী বাড়ির পাশে কলাবাগানে কলা আনতে গেলে পার্শ্ববর্তী পিরোজপুর গ্রামের মৃত সুজাত আলীর ছেলে সুজন (১৯) অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণের অপচেষ্টা চালায়। কিশোরী চিৎকার ও চেচামেচি করলে পার্শ্ববর্তী এলাকার লোকজন ছুটে গিয়ে সুজনকে ধাওয়া করে। এ সময় সে পালিয়ে যায়। পরে কিশোরীকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মাঠে উপস্থিত থাকা সুজনের চাচা লুৎফর রহমান লোকজনকে মারধর করে এবং দেখে নেয়ার হুমকি দেন। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি নেয় কিশোরীর পরিবার। পরে গ্রাম্য সালিসের আহ্বান করা হয়। গতকাল শনিবার রাত ৮টার দিকে আমঝুপি ইউপি কার্যালয়ে এক সালিস বৈঠকে বিষয়টির নিষ্পত্তি ঘটে। আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহানউদ্দিন আহম্মেদ চুন্নু, পিরোজপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওহিদুর রহমান (ডাবলু), পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, আমঝুপি ইউনিয়নের সদস্য মশিউর রহমান ডাবলু, রোঘুনাথপুর গ্রামের লালু প্রমুখ সালিস বৈঠকে উপস্থিত ছিলেন।