মেহেরপুরে সোনালীকা ডে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: এসিআই মটরস লিমিটেডের উদ্যোগে সোনালীকা ডে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় অনুষ্ঠান গত বুধবার মেহেরপুর বড়বাজার হাসপাতাল রোডে রাশেদ মটরস কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-চুয়াডাঙ্গা এরিয়া টেরিটরি ইনচার্জ রফিকুল করিম। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ-চুয়াডাঙ্গা এরিয়া সার্ভিস ইঞ্জিনিয়ার মি. উজ্জ্বল বাগচি ও মেহেরপুরের সিনিয়র মার্কেটিং অফিসার বিপ্লব বিশ্বাস। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিলার এনামুল আজিম (রাশেদ) ও রায়হানুল আজিম প্রমুখ। এদিন অনুষ্ঠানে প্রোডাক্ট ডিসপ্লেস ও ফ্রি সার্ভিসিং করাসহ শতকরা ১০ ভাগ কমিশনে অরিজিরাল পার্টস বিক্রি এবং মালিক ও চালকদের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।

Leave a comment