ব্রাজিলকে সরিয়ে শীর্ষে জার্মানি : আরও পেছাল বাংলাদেশ

মাথাভাঙ্গা মনিটর: ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলকে সরিয়ে শীর্ষে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। চেক প্রজাতন্ত্র ও নরওয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের সাম্প্রতিক জয়ই জার্মানির জন্য সহাযক ভূমিকা রেখেছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত সবশেষ র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান হয়েছে দ্বিতীয় স্থানে।

শীর্ষ দশ দলের মধ্যে সবচেয়ে ভালো করেছে পর্তুগাল ও বেলজিয়াম। দলটি তিন ধাপ এগিয়ে জায়গা নিয়েছে তিন-এ। একধাপ পিছিয়ে চারে আছে লিওনেল মেসির আর্জেন্টিনা, চার ধাপ এগিয়ে পাঁচ নম্বরে জায়গা হয়েছে বেলজিয়ামের।

এদিকে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন অব্যাহত রয়েছে। এই দফায় আরও সাত ধাপ পিছিয়ে বাংলাদেশের জায়গা হয়েছে ১৯৬ নম্বরে। সাফ অঞ্চলের দলগুলোর মধ্যে ভারত সবচেয়ে ভালো অবস্থান ১০৭ নম্বরে রয়েছে। যদিও দলটি এই দফায় পিছিয়েছে ১০ ধাপ। বাংলাদেশের পরে আছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। লঙ্কানরা রয়েছে ১৯৮ ও পাকিস্তানের জায়গা হয়েছে ২০০ নম্বরে।