চুয়াডাঙ্গার ভুলটিয়ায় প্রতিবেশির বাটামপেটায় মা-মেয়েকে আহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ভুলটিয়ায় প্রতিবেশির বাটামপেটায় মা-মেয়ে আহত। আহতদের গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলা সদরের ভুলটিয়া ওপরাপাড়ার মৃত ফকির চাঁদ মণ্ডলের স্ত্রী ময়না খাতুন (৩৫) ও তার মেয়ে বীনা খাতুন (১৮)। আহত বীনা খাতুন অভিযোগ করে বলে, গতকাল সন্ধ্যা ৬টার দিকে প্রতিবেশি পুটের স্ত্রী হাজেরা তাকে কটুক্তি করে ও অশ্লিল ভাষায় গালাগাল করতে থাকে। বীনা খাতুন তার প্রতিবাদ করায় তাকে চুল চেপে ধরে মাটিতে আছড়ে ফেলে কিলঘুশি  মারতে থাকে। খবর পেয়ে ময়না খাতুন মেয়েকে উদ্ধার করেতে গেলে হাজেরা তার ঘর থেকে বাটাম বের করে তাদের মা-মেয়েকে পেটায়। বাটামের আঘাতে মা-মেয়ে দুজন আহত হলে পরিবারের অন্যান্য সদস্যরা তাদেরকে উদ্ধার করে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

Leave a comment