মাথাভাঙ্গা মনিটর: বৃষ্টির কারণে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলাটা ঝুঁকিতে পড়ে গেল ওয়েস্ট ইন্ডিজের। বিশ্বকাপে সরাসরি খেলতে গেলে সেপ্টেম্বরে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে আটে থাকতে হবে। সেই হিসাবটা মেলাতে গেলে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচে জিততে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে।
এখন ২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি খেলতে হলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৫-০ বা ৪-০ ব্যবধানে জিততে হবে। যা তাদের জন্য যথেষ্ট কঠিনই হবে। ভারী বর্ষণের পর তিন দফা পরিদর্শনের পরও মাঠ খেলার উপযোগী না হওয়ায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। শুধু ওয়েস্ট ইন্ডিজ নয়, ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হতাশ। কারণ আইসিসির পূর্ণ সদস্যের স্বীকৃতি পাওয়ার পর এটি তাদের জন্য বড় একটি আয়োজন ছিলো। এই ম্যাচে বড় আকর্ষণ ছিলো ক্রিস গেইলের খেলা। ২০১৫ সালের পর প্রথম আন্তর্জাতিক ওয়ানডে খেলতে নামার কথা ছিলো তার।