বিদেশি টুকরো

জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন না সু চি

মাথাভাঙ্গা মনিটর: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি। আগামী সপ্তাহে এই অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম- বিবিসি। গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউ কিউ জেইয়া বার্মিজ সংবাদমাধ্যমগুলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সুচির এই সিদ্ধান্তের পেছনে রয়েছে দেশের অভ্যন্তরীণ বিষয়ে আরও বেশি করে মনোযোগ দেয়া। অধিবেশনে সুচির বদলে দেশটির ভাইস প্রেসিডেন্ট ভান থিও মিয়ানমারের প্রতিনিধিত্ব করবেন বলেও জানান তিনি। ইউ কিউ জেইয়া আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। লোকজন আতঙ্কের মধ্যে আছেন। এ সময়ে তার দেশে থাকা উচিত। সামগ্রিক বিষয়ে আরও মনোযোগ দিতে তিনি দেশেই থাকছেন।

টেকসই উন্নয়ন পুরস্কার পাচ্ছেন সোনিয়া বশির কবির

মাথাভাঙ্গা মনিটর: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০১৭-এর জন্য জাতিসংঘের পুরস্কারে ভূষিত হয়েছেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির। আসছে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনাইটেড ন্যাশনস গ্লোবাল কম্প্যাক্ট লিডারস সামিট ২০১৭। সামিটে টেকসই লক্ষ্যমাত্রা অর্জন ক্যাটাগরিতে বিশ্বব্যাপী ১০জনকে পুরষ্কারে ভূষিত করা হবে। নিজ নিজ প্রতিষ্ঠান থেকে টেকসই উন্নয়ন এবং ১৭ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে বিজনেস কমিউনিটিকে বিভিন্ন জায়গায় কার্যকরভাবে কাজে লাগানোয় ১০জনকে সম্মানিত করা হবে। বিশ্বব্যাপী ১০জনের মাঝে এ খাতে এসডিজি নেতৃত্বদানকারী হিসেবে মনোনীত হয়েছেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির। ইউএন গ্লোবাল ইমপ্যাক্ট প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী পরিচালক লিজ কিংগো বলেন, ইতিবাচক পরিবর্তনের জন্য কিভাবে বিভিন্ন সমস্যা যেগুলোর সম্মুখীন আমাদের বর্তমানে হতে হচ্ছে সেগুলো থেকে মুক্তি পেতে প্রতিটি এসডিজি ২০১৭ নেতৃত্বদানকারীদের প্রতিষ্ঠান ও ব্যক্তিগতভাবে নেতৃত্ব দান চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। তথ্য-প্রযুক্তিতে নারীর অংশগ্রহণে সোনিয়া বশির কবির হলেন বেশ প্রতিভাসম্পন্ন একজন নারী। ডিজিটাল স্বাক্ষরতা সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তিনি তথ্য-প্রযুক্তিতে নারীদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

মহাকাশ স্টেশনে পৌঁছুল তিন নভোচারী

মাথাভাঙ্গা মনিটর: তিন নভোচারী পাঁচ মাসের মিশনে বুধবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে। তিন নভোচারীর একজন রুশ ও অপর দুজন মার্কিন। রাশিয়ার রসকসমস মহাকাশ কেন্দ্রের ওয়েবসাইটে বলা হয়, সয়ুজ এমএস০৬ মহাকাশযানটি গ্রিনিচ মান সময় ০২-৫৫ মিনিটে মহাকাশে সফলভাবে পৌঁছে। রসকসমসের আলেকজান্দার মিসুরকিন ও যুক্তরাষ্ট্রের নাসার প্রথমবারের মতো মহাকাশচারী মার্ক ভেন্দে হেই ও জো আকাবাকে বহনকারী সয়ুজ রকেটটি স্থানীয় সময় ৩টা ১৭ মিনিটে যাত্রা করে। এই তিন নভোচারী আগে থেকেই আইএসএসে থাকা ইতালিয়ান পাওলো নেসপলি, রাশিয়ান সার্গেই রিয়াজনস্কি ও যুক্তরাষ্ট্রের র‌্যান্ডি ব্রেসনিকের সাথে মিলিত হচ্ছেন।

প্রেমিক জুটিকে বিদ্যুতস্পৃষ্ট করে হত্যা

মাথাভাঙ্গা মনিটর: ১৭ বছরের কিশোর আর ১৫ বছরের কিশোরী ভালোবেসে নিজেদের মতো বাঁচার জন্য ঘর ছেড়েছিলো। কিন্তু সমাজ তা মেনে নেয়নি। গ্রাম্য সালিস বসিয়ে নির্দেশ দিয়েছিলো, এই প্রেমিক জুটিকে বিদ্যুতস্পৃষ্ট করে হত্যা করা হোক। তাই হয়েছে। গোপনে তাদের দাফনও সম্পন্ন হয়। তবে শেষ পর্যন্ত চাপা থাকেনি সম্মান রক্ষার নামে পাকিস্তানের করাচিতে ঘটে যাওয়া এই ঘটনা। ডনের খবরে বলা হয়েছে, পশতুন সম্প্রদায়ের কাউন্সিল যা জিরগা নামে পরিচিত, তারা সমাজের সুনাম নষ্ট করার অভিযোগ তুলে প্রেমিক যুগলকে এ শাস্তি দেয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা আমান মারওয়াত জানিয়েছেন, এ ঘটনায় কিশোর ও কিশোরীর বাবা, দুই চাচাকে গ্রেফতার করা হয়েছে। জিরগার যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন তাদের খোঁজ করা হচ্ছে।