জীবননগর ব্যুরো: জীবননগরে বেকার-যুবদের আত্মকর্মসংস্থান বিষায়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা।
উপজেলা যুবউন্নয়ন অফিসার আবু মো. হাচানুল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির ও যুগ্মসাধারণ সম্পাদক জিএ জাহিদুল ইসলাম প্রমুখ। উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাপান কো-অপারেশন এজেন্সী জাইকার সহয়তায় উপজেলা যুব উন্নয়ন অফিস এ কর্মশালা বাস্তবায়ন করছে। কর্মশালায় ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।