চেলসির বড় জয় : পয়েন্ট হারালো অ্যাটলেটিকো

মাথাভাঙ্গা মনিটর: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে প্রথম রাউন্ডের খেলায় কারাবাগকে ৬-০ গোলের বড় ব্যবধানে জিতেছে চেলসি। তবে একইদিনে রোমার সঙ্গে গোলশূন্য ড্র করেছে রোমা। এতে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ সি’র শীর্ষে রয়েছে ছেলসি। গত মঙ্গলবার রাতে চেলসির হয়ে পাঁচ গোল করেছেন পৃথক পাঁচজন খেলোয়াড়। আর একটি গোল হয়েছে আত্মঘাতি থেকে। খেলার ৫ মিনিটে গোলের সূচনা করেন পেদ্রো। এছাড়া বাকি চার গোল করেন জাপাকস্তা, আজপিলিকুয়েটা, বাকায়োকো, বাতসুয়াই। রোমার মাঠে গোলশূন্য ড্র করেছে অ্যাটলেটিকো। এক পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো দ্বিতীয় ও রোমা রয়েছে তৃতীয় স্থানে।