চুয়াডাঙ্গার বুড়োপাড়ায় পূর্ব বিরোধের জের ধরে পানবরজ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বুড়োপাড়াই জমিজমা সংক্রান্ত বিরোধের জের ১০ কাঠা জমির পান বরজ কেটে মাটির সাথে মিশিয়ে দিয়েছে প্রতিপক্ষরা। পান বরজ কাটতে বাধা দেয়ায় বরজ মালিকের ভাই সোমাকে পিটিয়ে আহত করা হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ভোরের দিকে।
ঘটনাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়াড়ের ইপিয়ার হোসেনের ছেলে লিয়ন হোসেন ও বুড়োপাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে আরিফুল ইসলামের নিয়ে দির্ঘ দিন আদালতে মামলা চলছে। চলমান অবস্থায় আরিফুল ইসলাম বুড়োপাড়া গ্রামে মৃত আলফার ছেলে মফির নিকট বিরোধ পূর্ণ জমি বিক্রি করে দেন। সেই জমি দীর্ঘদিন যাবত লিয়নের দখলে থাকাই গ্রামের মৃত দুখি ম-লের ছেলে হাবিল হোসেনের নিকট ১০ বছর মিয়াদী পান বরজ করার জন্য ২ লাখ টাকায় কোর্ট বন্ধক দেয়। সেই জমিতে গত ২ বছর আগে হাবিল পান বরজ করে। গতকাল বুধবার ভোরে বিরোধ পূর্ণ জমি দখলে নিতে শফির লোকজন নিয়ে পান বরজ কেটে মাটির সাথে মিশিয়ে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বরজের পাশ দিয়ে মাঠে যাওয়ার সময় হাবিলের ভাই সোমা বাধা সৃষ্টি করলে শফি ও তার লোকজন তাকে পিটিয়ে জখম করে তাকে মাঠের লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় হাবিল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

Leave a comment