কুষ্টিয়ায় বাল্যবিয়ে বন্ধে রাস্তায় শিক্ষার্থীরা

কুষ্টিয়া প্রতিনিধি: বান্ধবীদের বাল্যবিয়ে বন্ধে রাস্তায় মাদরাসার শিক্ষার্থীরা। এলাকার অসচেতন অভিভাবকদের সচেতন করতে এই উদ্যোগ নিয়েছেন তারা। গতকাল বুধবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীরা তাদের বান্ধবীদের বাল্যবিয়ে বন্ধের দাবিতে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে এক বাল্যবিয়েবিরোধী র‌্যালি করেছে। বাল্যবিয়ে রোধ করবো, সোনার বাংলা গড়বো এই স্লোগানকে সামনে রেখে তারা এ র‌্যালি করে। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের সাথে র‌্যালি করেছে মাদরাসার শিক্ষকম-লীসহ এলাকার সচেতন মানুষ এবং জনপ্রতিনিধিরা।
জানা গেছে, চলতি বছরে সদরপুর সিদ্দিকিয়া দাখিল মাদরাসা থেকে বাল্যবিয়ের শিকার হয়েছে ৩০ জন শিক্ষার্থী। এছাড়া বিদ্যালয়ে অধ্যয়নরত বাল্যবিয়ের শিকার ১২ জন ছাত্রী নিয়মিত বিদ্যালয়ে আসে। বিয়ের পরে বন্ধ হয়ে গেছে অনেক শিক্ষার্থীর। বাল্যবিয়ের কারণে বিদ্যালয়টিতে ছাত্রীর সংখ্যা দিনদিন কমে যাচ্ছে। উম্মে হাবিবা বিদ্যালয়ের ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগে অধ্যায়নরত মেধাবী ছাত্রী। সেও বাল্যবিয়ের শিকার। বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় বিয়ে হয় তার। উম্মে হাবিবা জানায়, আমি চাই না আমার মতো কোনো ছাত্রী আর যেন বাল্যবিয়ের শিকার হয়। বিদ্যালয়ে অধ্যায়নরত উম্মে হাবিবার মতো বাল্যবিয়ের শিকার আয়েশা (৬ষ্ঠ শ্রেণিতে) ও পপির (৯ম শ্রেণিতে) দাবি তাদের পরিবার বাল্যবিয়ে দিয়ে ভুল করেছে তা যেন আর কোনো পরিবার না করে। আমরা লেখাপড়া করতে চাই। বাল্যবিয়ে দিয়ে আমাদের ভবিষ্যতটা নষ্ট করবেন না। সদরপুর সিদ্দিকিয়া দাখিল মাদরাসার সুপার শেখ মহিউদ্দিন আহম্মেদ জানান, বাল্যবিয়ে এই অঞ্চলে ভয়াবহ রূপ ধারণ করেছে। এতে ছাত্রীদের জীবন অকালে নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যালয়ে ঝরেপড়া ছাত্রীদের সংখ্যা দিনদিন বাড়ছে। বিদ্যালয়ের সভাপতি মাজেদুর আলম বাচ্চু জানান, বাল্যবিয়ে প্রতিরোধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য অভিভাবকদের সচেতন করতে হবে।