অভিযুক্ত বখাটে যুবকের ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড

দামুড়হুদায় স্কুলছাত্রীকে ইভটিজিঙের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় খাইরুল ইসলাম (১৮) নামের এক বখাটে যুবকের ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্র্যাম্যমাণ আদালতের বিচারক। অভিযুক্ত যুবক খাইরুল উজিরপুর গ্রামের মৃত ইস্রাফিল হোসেনের ছেলে। গতকাল বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিট্রেট সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির একছাত্রীকে একই গ্রামের মৃত ইস্রাফিলের ছেলে খাইরুল ইসলাম স্কুলে যাওয়ার পথে ইভটিজিং করতো। এ সংক্রান্তে গত শনিবার ওই ছাত্রীর দুলাভাই শুকুর আলী অভিযুক্ত যুবক খাইরুলের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার ভোরে দামুড়হুদা মডেল থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। বিকেলে তাকে ভ্রাম্যামাণ আদালতে হাজির করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা অভিযুক্ত যুবক খাইরুলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী জহির উদ্দীন মোহাম্মদ বাবর।