মাথাভাঙ্গা মনিটর: সমকামীদের বিয়ে বর্তমানে পশ্চিমা অনেক দেশেই বৈধতা পেয়েছে। তবে এ নিয়ে সমালোচনাও রয়েছে অনেক। এসব সমালোচনা উপেক্ষা করে সমকামী বিয়েতে সমর্থন জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সম্প্রতি অস্ট্রেলিয়া সরকার সমকামী বিয়ের বৈধতা দানের বিষয়ে আয়োজন করেছে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের। সংখ্যাগরিষ্ঠ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলে সমকামী বিয়ে বৈধতা পাবে। গতকাল মঙ্গলবার থেকে সারা দেশে ডাকযোগে ব্যালট পাঠানো শুরু হবে। ফল ঘোষণা হবে নভেম্বরে। এ আয়োজনের পরেই সমকামী বিয়েতে সমর্থন দিয়েছে স্মিথ-ওয়ার্নারদের ক্রিকেট অস্ট্রেলিয়া। নিজেদের ওয়েবসাইটে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী সাদারল্যান্ড বলেন, ‘ক্রিকেট সবসময় সমকামীদের সমর্থন করে। ক্রিকেট দেশের সংস্কৃতি-ঐতিহ্য নির্বিশেষে আমাদের প্রত্যেকের কর্মপরিবেশকে সমর্থন করে। আসন্ন ভোটে সমকামীদের বিবাহে ক্রিকেট অস্ট্রেলিয়ার সমর্থন অন্যদের জন্যও একটি বার্তা।’ শুধু মৌখিক সমর্থন ও স্বাক্ষরই না ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করে এবং সেখানেও তাদের সমর্থনের কথা জানানো হয়েছে। এ ছাড়া শুধু ক্রিকেট বোর্ডই না, সমর্থন জানিয়েছে ফুটবল, হকি ও বাস্কেটবল ফেডারেশনও। সমকামীদের সমর্থনে দেশটির এক হাজার ৬০০ বাণিজ্যিক, শিল্প ও খেলাধুলাবিষয়ক প্রতিষ্ঠানের পক্ষে এক খোলা চিঠিতেও স্বাক্ষর করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।