কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুরে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের রাষ্ট্রীয়ভাবে গণহত্যা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের পায়রা চত্বরে সুজনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সুজনের সভাপতি নজরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও রিপন মাহমুদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক শরিফুজ্জামান তুহিন, মশিয়ার রহমান, কবি মিতুল সাইফ, আব্দুল মাজেদ ও উষার নির্বাহী পরিচালক আব্দুল হান্নান। বক্তারা রোহিঙ্গা মুসলমানদের প্রতি মিয়ানমার বাহিনীর নিষ্ঠুর নির্যাতনের তীব্র নিন্দা জানায়। মানববন্ধন শেষে অং সান সুচীর কুশপুত্তলিকা দাহ করা হয়।