মেহেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন রজনী গন্ধা প্যানেলের পাল্টা সংবাদ সম্মেলন

মেহেরপুর অফিস: মেহেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১৪তম দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন/১৭ উপলক্ষে ১০ জন প্রার্থীর বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান ও নির্বাচন বোর্ডকে বিতর্কিত করার প্রতিবাদে রজনীগন্ধা প্যানেলের ১৭ জন প্রার্থী পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ মো. জয়নাল আবেদীন।
প্রতিপক্ষের বক্তব্যের প্রতিবাদে লিখিত বক্তব্যে তিনি জানান, নতুন সদস্যপদ গ্রহণের জন্য গত মে মাসের শেষ সপ্তাহে ৩ দিন মাইকিং ও ২৫ মে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করা হয়। এছাড়া কুষ্টিয়া থেকে প্রকাশিত একটি দৈনিকে ১০ ও ১১ জুলাই এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়। লিখিত বক্তব্যে তিনি আরো জানান, ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচন বোর্ডের সভায় সভাপতিসহ দুইজন সদস্য সভায় উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন- ব্যালট পেপার তৈরির ক্ষেত্রে প্রার্থীদের নামের অদ্যক্ষর অনুযায়ী ব্যালট পেপার তৈরি করতে হবে এমন কোনো ভিত্তি নেই। প্রতিপক্ষের বক্তব্যের প্রতিবাদে তিনি আরো বলেন, হুমকি দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের যে কথা বলা হয়েছে তা আদৌও সত্য নয়। তিনি আরো দাবি করেন, তাদের জানামতে দক্ষ ও সুযোগ্য নির্বাচন বোর্ড নির্বাচনের দিন ভোটকেন্দ্রে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য রাখবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান সদর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামসুন্দর আগরওয়ালা, আব্দুর রশিদ, এডেএম মারুজুজ্জোহা গোরা, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন ও সাধারণ সম্পাদক রফিক-উল আলমসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।