মুজিবনগর প্রতিনিধি: জনতাই পুলিশ, পুলিশই জনতা এই স্লোগানে মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও বাল্যবিয়েমুক্ত সমাজ গঠনের লক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে মুজিবনগরে থানা কমিউনিটি পুলিশিং কমিটির আয়াজনে থানা চত্বরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর থানা ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, এসআই আবু তাহের, দারিয়াপুর ইউপি আ.লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, ইউপি সদস্য সোহরাব হোসেন, কাজী কমরউদ্দীন ও মি. দিলিপ মল্লিক প্রমুখ। উপস্থিত ছিলেন এলাকার বিভন্ন পেশার মানুষ। অনুরুপ বাগোয়ান ইউনিয়ন ও দারিয়াপুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং এর আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।