আলমডাঙ্গা ব্যুরো: পুলিশের তাড়া খেয়ে দিগম্বর হয়ে দৌড়ে পালাতে চেষ্টা করেও শেষ রক্ষা হলো না রুইথনপুরের চিহ্নত মাদকব্যবসায়ী মতিয়ারের। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা থানা পুলিশ তাকে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে ধরতে গেলে তিনি পালাতে চেষ্টা করেন। পরে তাকে তাড়িয়ে ধরে তার নিকট থেকে ২০ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার রুইথনপুর গ্রামের বাবর আলীর ছেলে চিহ্নত মাদকব্যবসায়ী মতিয়ার রহমান (৩০) দীর্ঘদিন ধরে মাদকব্যবসা করে আসছেন। ইতঃপূর্বেও মতিয়ারকে গাঁজাসহ পুলিশ গ্রেফতার করেছে। গতকাল মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করতে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আলমডাঙ্গা থানার এএসআই শফিকুল ইসলাম কৌশলে তাকে গ্রেফতার করেন। আটককের পর তার দেহ তল্লাশি করে ২০ পুরিয়া গাঁজা উদ্ধার করে। পরে তাকে আলমডাঙ্গা থানায় নিয়ে আসা হয়।