পাঙ্গাশ মাছ খেয়ে দুই ভাইয়ের মৃত্যু দাবি পরিবারের

স্টাফ রিপোর্টার: গাজীপুরে দুই ভাইয়ের রহস্যজনকভাবে মৃত্যুর খবর পাওয়া গেছে । তারা হলো শাকিল (১০ মাস) ও হুমায়ুন (৭)। পরিবারের দাবি, পাঙ্গাশ মাছ খেয়ে তাদের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। এই দুই ভাই ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার হাফানিয়া গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি পরিবার নিয়ে গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করেন।

নিহত শিশুদের মামা মো. শাহজাহান জানান, সকালে তার ভগ্নীপতি স্ত্রী-সন্তানদের নিয়ে পাঙ্গাশ মাছ দিয়ে ভাত খান। এরপর শাকিল ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙ্গার পর হঠাৎ করে তার ভাগিনা শাকিল বমি করতে করতে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। তাকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাকিলের লাশ নিয়ে বাসায় ফিরে দেখতে পান হুমায়ুন (৭) হয়ে পড়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে হুমায়ুন মারা যায়। এদিকে তার বোন রুবিনাকেও ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ দক্ষিণ সালনা এলাকা থেকে নিহত শিশু শাকিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, শিশুরা পাঙ্গাশ মাছ খেয়ে না, অন্য কারণে মারা গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুও প্রকৃত কারণ জানা যাবে।