চুয়াডাঙ্গায় দু যুবককে মারধর : মোবাইল ও টাকা ছিনতায়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের চাঁদমারি মাঠের অদুরে সন্ধ্যাবেলা দু যুবককে মারধর করে আহত করার পর মোবাইলফোন ও টাকা ছিনতায়ের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। আহত দু যুবক হলেন- চুয়াডাঙ্গা জেলা শহরের বাহাদুরপাড়ার ইউছুফ আলীর ছেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবু সামা (২২) ও মেহেরপুর জেলার পিরোজপুর ইউনিয়নের শিংহাটি গ্রামের পূর্বপাড়ার আনোয়ার হোসেনের ছেলে মেহেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সজল আহমেদ (১৮)। আহতদের গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আহত আবু সামা ও সজল আহমেদ অভিযোগ করে বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা দুজন মিলে চাঁদমারি মাঠের পাশদিয়ে মোটরসাইকেল চালিয়ে শান্তিপাড়ার দিকে যাচ্ছিলাম। চাঁদমারি মাঠের অদূরে একটি কলাবাগানের নিকট পৌঁছুলে কোর্টপাড়ার আনিছ ও তানজিল আহমেদ তন্ময় এবং সাতগাড়ির রাব্বি ও জোলপাড়ার সোহান মিলে আমাদের মোটরসাইকেলের গতিরোধ করে দুজনকে জোরপূর্বক কলাবাগানের ভেতর নিতে চাইলে শুরু হয় ধস্তাধস্তি। একপর্যায়ে আনিচ, তন্ময়, রাব্বি ও সোহানের কাছে থাকা ধারালো অস্ত্র রামদা ও বাটাম দিয়ে পেটাতে থাকে এবং আমাদের কাছে থাকা অ্যান্ড্রুয়েড ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। আমরা সেখান থেকে প্রাণভয়ে পালিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসি। আহত সজলের বাড়ি মেহেরপুর জেলায় হলেও তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজে ভর্তি হওয়ার চেষ্টায় আছেন বলে তার চুয়াডাঙ্গায় অবস্থান। আহত দু ছাত্র আবু সামা ও সজল আহমেদ নিজেদের ছাত্রলীগের কর্মী বলে পরিচয় দেন। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় লিখত অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।